ঢাকা: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের ৯০বছর বয়সী আঃ জব্বার। প্রশান্ত বিলাস নামে একটি বেসরকারী পর্যটন প্রতিষ্ঠানের লোকজন আঃ জব্বারের বাড়িতে গিয়ে তার হাতে ত্রাণ পৌঁছে দেন। আঃ জব্বার এখনো বয়স্কভাতা কার্ড পাননি এমনকি চলমান মহামারিতে সরকারি বেসরকারী কোন রকমের সাহায্য সহযোগিতা তার কাছে পৌছেনি।
আজ শুক্রবার প্রশান্ত বিলাস কর্তৃপক্ষের প্রতিনিধিরা তার বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেন।
প্রসঙ্গত: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হয়দেবপুর গ্রামে প্রশান্ত বিলাস অবস্থিত। বেসরকারী পর্যটন প্রতিষ্ঠান প্রশান্ত বিলাস এলাকার বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতা করেে আসছে। ঈদে গরীব ও সহায় মানুষের মধ্যে কাপড় চোপর ও খাদ্র সামগ্রী দেয়।
এই প্রতিষ্ঠান চলমান করোনা মহামারিতে সাধ্যমত পরিবারকে খাদ্য সহায়তা দিচেছ। আসন্ন ঈদের আগে গরীব ও অসহায় মানুষদের সেমাই চিনি সহ ঈদ সমাগ্রীও বিতরণ করবে প্রশান্ত বিলাস।