বাংলাদেশের ৬৪তম জেলা রাঙামাটিতেও করোনা শনাক্ত, এখন সকল জেলায় করোনার বিস্তার

Slider চট্টগ্রাম জাতীয় সারাদেশ


ঢাকা: রাঙামাটি: রাঙামাটিতে করোনা ভাইরাস (কোভিড-১৯) হানা দিয়েছে। এ জেলায় একদিনে চারজন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। আর এই জেলায় করোনা আক্রান্তের মধ্য দিয়ে দেশের সব জেলায় করোনার সংক্রমন ছড়িয়ে গেলো।

বুধবার (০৬ মে) চট্টগ্রাম ভেটেরেনারি ও অ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার কবির বিষয়টি জানান।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, আক্রান্ত ব্যক্তিরা রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার একজন, দেবাশিষ নগর এলাকার একজন এবং রাঙামাটি সদর হাসপাতাল এলাকার দুইজন। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের একজন সেবিকা (নার্স) রয়েছেন।

এদিকে, রাঙামাটি জেল স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙামাটিতে সর্বমোট কোয়ারেন্টিনে রছে ২০০৫ জন। এর মধ্যে- প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৬২৯ এবং হোম কোয়ারেন্টিনে রয়েছে ১৩৭৬ জন। ৪৬৭ জনের কোয়ারেন্টিনে মেয়াদ শেষ হয়েছে। সর্বশেষ নমুনা পাঠানো হয়েছে ২৭০ জনের। রিপোর্ট পাওয়া গেছে ১৯৮ জনের। কোভিট-১৯ পজেটিভ পাওয়া গেছে চারজনের এবং নেগেটিভ পাওয়া গেছে ১৯জ নের। রিপোর্ট পাওয়া বাকি আছে ৬৮ জনের। তবে আইসোলোশনে কোনো রােগী নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *