এনটিভির ১৩ জন নিয়ে ৫৩ গণমাধ্যমকর্মীর করোনা শনাক্ত, মৃত্যু এক জনের

Slider জাতীয় বাংলার সুখবর

ঢাকা: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির সংবাদ ও অনুষ্ঠান বিভাগের ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হলেন।

রোববার (৩ মে) দুপুরে এনটিভির এক জ্যেষ্ঠ সংবাদকর্মী জানান, তাদের দুজন প্রতিবেদক, একজন বার্তা সম্পাদক, ছয়জন ভিডিও জার্নালিস্ট, একজন সংবাদ উপস্থাপক, একজন মেকআপ আর্টিস্ট ও দুজন অনুষ্ঠান বিভাগের কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এনটিভির ১৩ জন ছাড়াও অন্য গণমাধ্যমসমূহের ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। মারা গেছেন একজন সাংবাদিক।

করোনা আক্রান্তদের মধ্যে আছেন—ইনডিপেন্ডেন্ট টিভির ১ ক্যামেরাপার্সন, যমুনা টিভির ১ রিপোর্টার, দীপ্ত টিভির ৬ সংবাদকর্মী, এটিএন নিউজের ১ রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের ১ রিপোর্টার, দৈনিক সংগ্রামের ১ জন, মাছরাঙা টিভির সাধারণ সেকশনের ১ কর্মকর্তা, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক, রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, চ্যানেল আইর অনুষ্ঠান বিভাগের ১ জন, দৈনিক প্রথম আলোর ১ জন, দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের জামালপুর প্রতিনিধি, দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি, নিউজ পোর্টাল বিবার্তার ১ সংবাদকর্মী, দৈনিক ইনিকলাবের ১ সংবাদকর্মী, দৈনিক জনতার ১ নারী সংবাদকর্মী, দৈনিক কালেক কণ্ঠের ১ ফটোগ্রাফার, দৈনিক আমার বার্তার সম্পাদক, আরটিভির বার্তাকক্ষের ১ সংবাদকর্মী, বাংলাভিশনের ১ রিপোর্টার, এসএ টিভির গাজীপুর প্রতিনিধি, যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের ১ সাব-এডিটর, দৈনিক প্রতিদিনের সংবাদের ১ রিপোর্টার, নতুন সময় টিভির (আইপিটিভি) ১ নিউজ প্রেজেন্টার, দৈনিক সময়ের আলোর ১ প্রতিবেদক ও ১ ফটোগ্রাফার।

এদের মধ্যে যমুনা টিভির ১ রিপোর্টার,দীপ্ত টিভির ১, এটিএন নিউজের ১ রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি,বাংলাদেশের খবরের একজন রিপোর্টার, দৈনিক সংগ্রামের ১ জন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি সুস্থ হয়েছেন।

দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *