সাংবাদিক খোকনকে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

Slider জাতীয় তথ্যপ্রযুক্তি


করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম সাংবাদিক হুমায়ুন কবীর খোকন। তিনি গত মঙ্গলবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সর্বশেষ তিনি দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করছিলেন। তার স্ত্রী সন্তানও করোনায় আক্রান্ত হযে হাসপাতালেচিকিৎসাধীন রয়েছেন। গতকাল রাতে তাকে নিয়ে তার স্ত্রী শারমিন সুলতানা রিনা ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন।

তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন ‘ঘুম আসে না। চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি। হাত-পা ঠান্ডা হয়ে যায়।
মাথার ওপরের ছাদটা সরে গেছে। পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। কী হবার কথা ছিল কী হলো?’

তিনি আরও লিখেছেন, ‘খুব কি তাড়া ছিল তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার? আমাকে কিছু বলেও গেলে না। আমি আমাকে কী দিয়ে সান্ত্বনা দেব? মাকে কে দেবে সান্ত্বনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে? দুটো পরিবারের মধ্যমণি তুমি গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে। কোনো সমস্যা হলে কে দাঁড়াবে আর? এই সাংবাদিক, কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি? আমার অনেক কথা বলার আছে, কিছুই বলতে পারছি না। শেষ সময়েও তোমার মুখে হাসি ছিল। সে ছবিটা বারবার ভাসছে। তুমি যেখানে গেছো মহান আল্লাহ তোমাকে সর্বোচ্চ স্থানে আসীন করুক। এই পৃথিবীর চাইতে আরও বড় এক পৃথিবী তোমাকে উপহার দিক। ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *