হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শামিম রহমান নামে এক কৃষক মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কৃষক শামিম রহমান ওই গ্রামের গোলাম রাব্বানির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী নিজ ক্ষেতে সেচপাম্পটি চালু করতে যায়।এ সময় সেচ পাম্পের সুইচ চালু করতে গিয়ে তারে জড়িয়ে পড়েন শামিম।পরে তার সাথে থাকা আরেকজন কৃষক দেখতে পেয়ে চিৎকার করে।পরে স্থানীয়রা ছুটে এসে শামিমকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া পথে মারা যান।
চন্দ্রপুর ইউনিয়ন চেয়াম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।