ঢাকা – কুমিল্লায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২০দলীয় জোটের ডাকা হরতাল চলাকালীন সময়ে নগরীর কান্দিরপাড় এলাকায় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়স্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিএনপি-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ-ছাত্রলীগসহ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পথচারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে সদর থানা বিএনপি নেতা সফিউল আলম রায়হান ও ছাত্রদল নেতা হোসেন গুলিবিদ্ধ হন এবং জেলা যুবদল নেতা মোমেনকে কুপিয়ে আহত করা হয়। এসময় দফায় দফায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আবারো সংঘর্ষের আশকায় ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।