ঢাকা: করোনা ভাইরাসের আক্রমনে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন করে ৭ জন মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১২৭জন। নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৪১৪জন। এই নিয়ে মোট আক্রান্ত হলেন ৪১৮৬জন। মারা যাওয়া ৭জনই রাজধানী ঢাকার। নতুন ১৬ জন সহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১০৮জন। বাংলাদেশের নতুন ৩ জেলা সহ মোট ৫৮ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার কিছু পরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২১টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯২১টি, পরীক্ষা করা হয়েছে ৩৪১৬টি।
মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, সাতজনের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুইজন। এদের সবাই ঢাকার বাসিন্দা।
আইসোলেশনের তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট আইসোলেশনে রাখা হয়েছে ১২৩ জনকে এবং এ পর্যন্ত মোট ৯৯৫ জনকে আইসোলেশনে রাখা হয়।
অধ্যাপক ডা: নাসিমা সুলতানা আরো জানান, এ পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।
এক নজরে করোনা আপডেট
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪১৪
মোট আক্রান্ত ৪১৮৬
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ১০৮
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ২৩০৬
হোম কোয়ারেন্টাইন ৩৬৪১
আইসোলেশন ৪৬৯
মোট মৃত্যু ১২৭