চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোঃ আলাল (৫০) নামে ঢাকা ফেরৎ এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় আত্মহত্যা করেছে। নিহত মোঃ আলাল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মুন্তাজ মন্ডলের ছেলে।
মঙ্গলবার রাতের কোন একসময় সবার অজান্তে বাড়ির পাশে আমগাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে বাড়ি আসেন আলাল। এ খবর পাবার পর এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বললে আলাল বুধবার সকাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকবে বলে সকলকে জানান।
কিন্তু রাতের কোন একসময় বাড়ির পাশে আমগাছে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আতঙ্কিত হয়ে রাতের কোন একসময় তিনি আত্মহত্যা করেন।