বোধোদয় হওয়া জরুরি।- শাহাদাত হোসেন

Slider সাহিত্য ও সাংস্কৃতি

পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে। বিভিন্ন লেখা থেকে এ যুদ্ধ সম্মন্ধে সবারই কমবেশি জানাশুনা আছে। দেশেদেশে অনেক যুদ্ধ হয়েছে,এখনও হচ্ছে। সম্পদের জন্য, দখলদারিত্বের জন্য, কোন জাতিকে ধ্বংস করার জন্য। বর্তমানে সারা পৃথিবী যে যুদ্ধ করছে তা কোনও বিশ্বযুদ্ধ নয়। এখন যে যুদ্ধ তা হল করোনার বিরুদ্ধে সারা বিশ্বের যুদ্ধ। প্রত্যেক যুদ্ধক্ষেত্রে সম্মুখ যুদ্ধ করার জন্য কিছু চৌকষ সৈনিক থাকে। তাঁরা অক্লান্ত পরিশ্রম করেন,লড়াই করেন,যুদ্ধে জয়লাভের জন্য।তেমনি এই যুদ্ধক্ষেত্রে অক্লান্ত লড়াই করে চলেছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গাড়ি বন্ধ করে গাড়ির চালক,সুপার মার্কেটের দোকানদার ও কর্মচারী,খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী।সর্বোপরি এঁদের পরিবারের আপনজনেরা।
কেউ জানেনা, কখন,কবে, কতো বছর পর এ যুদ্ধ শেষ হবে। কেবল যুদ্ধ করে যেতে হবে এর বেশি কিছু কেউ জানেনা। যোদ্ধাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা খুবই জরুরি। আর আসতেই হবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য।

সেই এগিয়ে আসার অর্থ ঘরে থাকা, শারীরিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া। তবেই বাঁচবো আমি,আপনি আর মানব অস্তিত্ব।

আর তা না হলে একসময় এই যোদ্ধারা ক্লান্ত হয়ে গেলে নেমে আসবে মহা বিপর্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *