নারায়ণগঞ্জ: মরণঘাতি করোনাভাইরাসের থাবায় নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৩০১। সুস্থ্য হয়েছেন ৯জন। শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য দিয়েছেন। এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন ভাবে শনাক্ত হয়েছে ৪০ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৭০৬ জনের। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মৃত্যের সংখ্যা ছিল ১৯ ও আক্রান্তের সংখ্যা ২৬১জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১৩ জন, বন্দরে ৪ জন, রূপগঞ্জে ১ জন ও নারায়ণগঞ্জ সদরে ৬জন। আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ২১৮, নারায়ণগঞ্জ সদরে ৪৪, আড়াইহাজারে ৮, বন্দরে ২৩, রূপগঞ্জে ৫ ও সোনারগঁওয়ে ৩জন।
উল্লেখ্য ৮ মার্চ দেশের প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় নারায়ণগঞ্জে। এবং করোনায় ৩০ মার্চ প্রথম মৃত্যর ঘটনা ঘটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরে ২৩নং ওয়ার্ডের রসুলপুর এলাকায়। পুতুল (৫০) নামে এক নারী ৩০ মার্চ মারা যান। এবং নমুনা পরীক্ষায় ২ এপ্রিল তার করোনা পজেটিভ আসে। ৮ এপ্রিল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলা লকডাউনে।