রাতুল মন্ডল শ্রীপুর: করোনা সংক্রামণ রোধে স্বল্প আয়ের সাধারণ মানুষ কর্মহীন অবস্থায় বাসায় অবস্থান করছেন। এদের অনেকেই খেটে খাওয়া দিনমজুর, রিক্সাচালক ও বিভিন্ন গার্মেন্টস্ কারখানা শ্রমিক। তাদের আর্থিক অবস্থার কথা জেনে মানবিক বিবেচনা করে গাজীপুরের শ্রীপুরে প্রায় ত্রিশটি পরিবারের বাড়ি ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছে ইসমাইল হোসেন নামের স্থানীয় এক যুবলীগ নেতা।
বুধবার (১৫এপ্রিল) তিনি বাড়ির ভাড়াটিয়াদের ডেকে এ নির্দেশনা দেন। ইসমাইল হোসেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের সোহরাব আলী খানের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী।
যুবলীগ নেতা ইসমাইল হোসেন জানান, ২৬টি কক্ষ ভাড়া দিয়ে প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকা আয় করে থাকেন। তাঁর ওই বাড়ির ভাড়াটিয়ারা অধিকাংশই দিন মজুর ও গার্মেন্টস্ কারখানার শ্রমিক। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এদের অনেকেই কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। মানবিক কারনে আগামী দুই মাস (এপ্রিল ও মে) বাড়ী ভাড়া মওকুফ করে দেন। এছাড়াও তিনি অন্যান্য বাড়ির মালিকদেরও মানবিক দিক বিবেচনায় ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের অনুরোধ জানান।