ঢাকা: গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে নতুনভাবে করোনায় মৃত্যু হয়েছে ৭ জন। আক্রান্ত হয়েছেন ২০৯ জন। সুস্থ হয়ে কেউ বাড়ি ফিরে যাননি। বর্তমানে দেশে করোনায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৪৬জন। মোট আক্রান্ত ১০১২জন।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে তা কয়েকগুণ হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে।