ত্রাণের জন্য রাজধানীর সড়কে শত শত মানুষ

Slider জাতীয় ঢাকা


ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকার লিংকরোডে ত্রাণের জন্য শত শত মানুষ বিক্ষোভে নেমেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা এ বিক্ষোভ করছেন। সেখানকার কাউন্সিলদের কাছে অনেক ত্রাণ গেলেও তারা এর কিছুই পাচ্ছেন না। তাদের অভিযোগ, মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে৷ সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণে করার দাবিও জানান তারা।

এদিকে ত্রাণ বিতরণ শুরু হওয়ার ঘণ্টা খানিক পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করলেও কাজ হয়নি। এ সময় রাস্তায় রিকশা উল্টে রেখে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীরা সবাই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। করোনার ছোবলে আয় হারিয়ে নিঃস্ব তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *