মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শুক্কুর আলী শেখ ও সাধারন সম্পাদক মোমেন পাঠানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দিয়েছেন কালীগঞ্জ পৌর যুবলীগ।
রোববার দুপুরে কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন ও সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকনের স্বাক্ষরিত একটি অব্যাহতি পত্র ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে জারি করা হয়েছে।
তারা দুইজন এই যাবত কাল সংগঠনের শৃঙ্খলা ভঙ্গে দলীয় সুনাম ক্ষুন্ন করার কাজে লিপ্ত থাকায় তাদেরকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারন সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন।
জানা যায়, পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শুক্কুর আলী শেখ এর আগে এক নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন। তার নামে গাজীপুর মহানগর পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। এছাড়া সাধারন সম্পাদক মোমেন পাঠানের নেতৃত্বে বালীগাঁও পশ্চিমপাড়া মোবাইল ফোনের টাওয়ার সংলগ্ন জুয়া খেলা পরিচালিত হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে।
গত শুক্রবার রাতে তাদের দুইজনের নেতৃত্বে কালীগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক নামক ডিশ ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে এবং তার কর্মচারী শাহীনের বসতবাড়ি ভাঙচুর করা হয়। এই সংক্রান্ত বিষয়ে ডিশ ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে শুক্কুর আলী ও মোমেন পাঠানসহ ৮ জনের নামে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।