গাজীপুর কাঁচাবাজার ও চায়ের স্টলে ভ্রাম্যমান আদালত

Slider গ্রাম বাংলা


গাজীপুর: করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে গতকার শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর জেলার জয়দেবপুর, চৌরাস্তা, বাসন, সালনা এবং কোনাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সহযোগীয় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট জনাব ফাতেমাতুজ জোহরা, সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব রাশেদ এবং মেট্রোপলিটন পুলিশের এএসপি জনাব শুভাশিস অংশ নেন।

এসময়
# ভোগড়ায় শামসুদ্দিন সরকার কাচা বাজার ১২ টার মধ্যে বন্ধ নিশ্চিত করা হয়
#চৌরাস্তায় অযাথা যেন লোকজন ঘোরাফেরা না করে তা নিশ্চিত করা হয়
#কোনাবাড়ি কাচাবাজারে ১২টার পরেও দোকান খোলা পাওয়া গেলে তা বন্ধ করে দেয়া হয়।বাজার সভাপতির সাথে কথা বলা হয়েছে। আগামীকাল থেকে যথা সময় বাজার বন্ধ করা হবে মর্মে সভাপতি নিশ্চিত করেন

#চান্দনায় বেশ কয়েকটি মসজিদে জুম্মার নামাজ আদায়ের জন্য প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়।মুসুল্লিগণ এবং ইমামগণকে বর্তমান প্রেক্ষাপটে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নামাজ আদায় করার জন্য অনুরোধ জানানো হয়।সম্মানিত মুসুল্লি এবং ইমানগণ এবং মসজিদ কমিটি কথা দিয়েছেন যে তারা পরবর্তী ওয়াক্ত থেকে সরকারি নির্দেশনা মেনে চলবেন। কয়েকটি চা য়ের দোকান খোলা পাওয়ায় তা বন্ধ করে দেয়া হয়

# সালনা বাজারে ১২ টার পর সব দোকান বন্ধ নিশ্চিত করা হয়
# আড্ডারত অবস্থায় কয়েকজনকে বাহিরে দেখা গেলে তাদের ঘরে পাঠানো হয়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *