হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে বাহিরে বের হওয়া নিষেধাজ্ঞায় খাদ্য সংকটের আশংকায় নিজ উদ্যোগে ১০০ বিধবা ও তালাক প্রাপ্ত দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
বুধবার (০৮ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলার গড্ডীমারি ইউনিয়নের গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ মাঠে এই বিধবা তালাক প্রাপ্ত স্বামী পরিত্যক্তা দের মাঝে বিতরণ করেন।
অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করছে। মানুষের পেটে খাবার নেই। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। তাই আমার নিজের উদ্যোগে আমি বিধবা তালাক প্রাপ্ত স্বামী পরিত্যক্তা মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতেছি। করোনা মোকাবিলায় সবাই কে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাচল করার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আরো বলেন, করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।