গাজীপুর: জেলা ছাত্র দলের সহ-সম্পাদক নাজমুল খন্দকার সুমন গ্রেফতারের
প্রতিবাদে মঙ্গলবার গাজীপুর জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে গাজীপুর পৌর
ছাত্র দল।
সোমবার বেলা সোয়া ৩টায় গাজীপুর জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক হান্নান মিয়া হান্নু ও পৌর ছাত্র দলের সদস্য সচিব মোনায়েম খন্দকার জানান, ছাত্রদল নেতা সুমন গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার গাজীপুর জেলায় সকাল সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।
এরপুবে হরতালের সমথনে মিছিলের চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয়েছেন
মহানগর ছাত্রদল নেতা নাজমুল খন্দকার সুমন(৩৪) সহ ৩জন। এসময় পুলিশ কয়েক
রাউন্ড ফাঁকা গুলি করে।
প্রত্যক্ষদশীরা জানান, সোমবার(১২জানুয়ারী) দুপুর দেড়টায় গাজীপুর শহরের
শিববাড়িতে মহানগর ছাত্রদল একটি মিছিলের প্রস্তুতি নেয়। এসময় পুলিশ ধাওয়া
করে মহানগর ছাত্রদল নেতা ও জেলা ছাত্র দলের সহ-সমাজকল্যান সম্পাদক নাজমুল
খন্দকার সুমন(৩৫) কে আটক করে।
এরপূবে টঙ্গীর চেরাগআলী থেকে মিছিলের চেষ্টা করায় সেচ্ছা সেবক দল
কেন্দ্রিয় কমিটির সহ-ধম-বিষয়ক সম্পাদক আরিফ হাওলাদার(৪৫) কে আটক করে। একই
সঙ্গে আটক হয় ছাত্রদল নেতা ইকরামুল হক(৩০)।
এদিকে শ্রীপুরের নয়নপুরে হরতালের সমথনে জেলা ছাত্রদল নেতা আতাউর মোল্লার
নেতৃত্বে একটি মিছিল হয়। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচূর করে একটি
ট্রাকে আগুন দেয়।
শ্রীপুর থানার পরিদশক(তদন্ত) আবুল কাশেম পিপিএম বলেছেন,
আগুন দেয়ার ঘটনা ঘটে নাই। তবে সোলায়মান নামের এক আওয়ামীলীগ নেতার একটি
সিএনজি ভাঙচূর হয়েছে।