মোঃ জাকারিয়া, গাজীপুর: দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে নগরজুড়ে আতংকের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। নগরী, মফস্বল থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্ব-উদ্যোগে নিজেদের এলাকা লকডাউন করতে শুরু করেছেন। এসব এলাকা থেকে কাউকে বেরুতে এবং ঢুকতে দেয়া হচ্ছে না। কোনো কোনো এলাকায় গেট না থাকায় নিজেরাই বাঁশ-লাকড়ি দিয়ে পথ রোধ করে লকডাউন নিশ্চিত করছেন।
আজ গাজীপুর সিটি কর্পোরেশন এর ২৮ নং ওয়ার্ডের বরুদা আবুল সিদ্দিক সড়ক, জোড়পুকুর ইউনুস ডাঃ এর বাড়ীর সড়ক সহ কয়েক টি এলাকায় এ লকডাউন দেখা যায়।
সচেতন সমাজ এটাকে ইতিবাচক হিসাবেই দেখছে। একই পদ্ধতিতে জেলার বিভিন্ন জায়গায় লকডাউন করছে এলাকাবাসী।
অনেকের অভিমত সরকারের পাশাপাশি প্রতিটি এলাকার যুব সমাজ এভাবে এগিয়ে আসলে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।