গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫জন, ৪১ জন নতুন আক্রান্ত

Slider জাতীয় সারাদেশ


ঢাকা: করোনায় নতুনভাবে ৪১ জন আক্রান্ত হয়েছেন। নতুনভাবে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭জন। মোট আক্রান্ত ১৬৪ জন। নতুনভাবে আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকায় ও ১৫ জন নারায়নগঞ্জের। নতুন মৃত্যু হওয়া ৫ জনের মধ্যে ২ জন ঢাকায় ও ঢাকার বাইরে ৩জন। নতুন আক্রান্তের মধ্যে ১০ বছরের নীচে একজন। গত ২৪ ঘন্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়। বিফ্রিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে। এনিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জন। মৃত্যু বেড়ে হয়েছে ১৭।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক আবুল কালাম আজাদ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এছাড়া হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ৬০৬ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *