সিলেট: সিলেটে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন। আইইডিসিআরের পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা এবং তিনি নিজের বাসায় আছেন। তার বাসা লকডাউন করার প্রক্রিয়া চলছে।
প্রবাসী অধ্যুষিত হওয়ায় করোনাভাইরাস সংক্রমণের জন্য সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। এজন্য নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে আগেই করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।