করোনায় একদিনেই আক্রান্ত ১ লাখ, মৃত্যু ৭ হাজার

Slider জাতীয় সারাবিশ্ব


ঢাকা: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে এক লাখ বেড়েছে। বৈশ্বিক এই মহামারিতে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ১১ লাখ ৫৫ হাজার ১৪৮ জন। শুধু ২৪ ঘন্টায় মারা গেছে সাত হাজার মানুষ। সর্বমোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭১৮ জন।

ঝড়ের বেগে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারাবিশ্বে মৃতের হার এখন ৫ দশমিক ৩ শতাংশ।

আক্রান্তের শীর্ষ যুক্তরাষ্ট্রে এখন দুই লাখ ৯০ হাজার ৯২০ জন এই ভাইরাসের সাথে লড়াই করছে। দেশটিতে মৃতের সংখ্যা সাত হাজার ৮৪৪।

স্পেনেও আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত এক লাখ ২৪ হাজার ৭৩৬ ও আর মৃত ১১ হাজার ৭৪৪ জন। ইতালিতে ১১ লাখ ৯৮ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন। ১৪ হাজার ৬৮১ জন নিয়ে মৃতের সংখ্যায় এখনো শীর্ষে ইতালি।

এদিকে জার্মানিতে ৯২ হাজার ১৫০, ফ্রান্সে ৮২ হাজার ১৬৫, চীনে ৮১ হাজার ৬৩৯, ইরান ৫৫ হাজার ৭৪৩, যুক্তরাজ্য ৪১ হাজার ৯০৩, তুরস্কে ২০ হাজার ৯২১ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে বাংলাদেশে এখন মোট আক্রান্ত ৭০ আর মৃতের সংখ্যা আট জন। বিশেষজ্ঞ ও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

ইন্ডিয়াতে আক্রান্ত তিন হাজার ৮২, পাকিস্তানে দুই হাজার ৭০৮ জন।

আক্রান্তের লাগাম ছাড়া বৃদ্ধির ফলে উন্নত দেশগুলোতে দেখা দিয়েছে পিপিই, ভেন্টিলেটরসহ চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ সংকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *