স্পেনে একদিনে করোনায় ৯৩২ জনের মৃত্যু

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব


ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। মৃত্যুর এ মিছিলে প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে স্পেন। দেশটিতে একদিনে নতুন করে ৯৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯৩৫ জনে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। খবরে বলা হয়, স্পেনে নতুন করে ৫ হাজার ৬৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৭১০ জনে। আক্রান্তদের মধ্যে ৩০ হাজার ৫১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। এর ইতালির পরেই করোনা ভাইরাসে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে স্পেন। এদিকে গোটা বিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০০ এর বেশি অঞ্চল ও দেশ। বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *