করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল, আক্রান্ত ৯ লাখ ৮১ হাজার ২২১ জন

Slider জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৭ মিনিট পর্যন্ত বিশ্বজুড়ে এই রোগে মারা গেছেন ৫০ হাজার ২৩০ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮১ হাজার ২২১ জন।

জন হপকিন্স অনুসারে, করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন। এছাড়া, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।

ইতালির পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেনে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।
প্রতিবেশী দেশ ফ্রান্সে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি। প্রাথমিক পর্যায়ে কিছুটা স্তিমিত থাকলেও ইউরোপের অন্যান্য দেশেও সাম্প্রতিক দিনগুলোয় সংক্রমণের হার তীব্র গতিতে বাড়ছে। জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় এক হাজার।

এদিকে, সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। জন হপকিন্স অনুসারে, এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৫ হাজার ৩১৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস অনুসারে, বিগত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৬৮১ জনের বেশি। এই সময়ে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। বৃটেনে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে, মারা গেছেন মোট ২ হাজার ৯২৬ জন। আক্রান্ত হয়েছে ৩৪ হাজারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *