ঢাকা: দিনমজুর ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় এলাকায় গরিব মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেছে।
এ ব্যাপারে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ হিল কাফি জানান, তারা সাতজন পুলিশ কর্মকর্তা মিলে সুবিধা বঞ্চিতদেও মধ্যে ১১০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রতি প্যাকেটে ছিলো তিন কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, আধালিটার তেল ও একটি সাবান। এসব খাবারসামগ্রী প্যাকেট করে গভীর রাতে ধানমন্ডি, হাজারীবাগ ও রাসেল স্কয়ার এলাকায় গরীব মানুষের বাসায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা।
এডিসি আবদুল্লাহ হিল কাফি বলেন, আমাদের এ উদ্যোগের কথা জেনে অন্যান্য পুলিশ অফিসার ও আমাদের বন্ধুদের অনেকেই গরীব মানুষকে সহযোগিতায় এগিয়ে আসার ইচ্ছে ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী শাহেদ শাহরিয়ার ও ডা. সম্রাট খালেক নাসের রোববার রাতে জিগতলা ও সেগুনবাগিচা এলাকায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।