ঢাকা: জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। আদেশে জামিন দিয়েছেন আদালত। ফলে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন।
আজ রোববার সকালে মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে তার শুনানি হয়। শুনানি শেষে বিচারক পরে জামিনের আদেশ দেন।
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় রুবেল হোসেনের আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করেন।
এর আগে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন।