কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের সময় তার প্রিয় মানুষ কেমন আছেন তা দেখতে বাজার পরিদর্শনের যান। এ সময় তিনি দোকানে সামনে মানুষের চলাফেরার সীমানা নিজ হাতে এঁকে দেন।
জানা যায়, লক ডাউন চলাকালীন সাধারণ মানুষের যাতে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে অসুবিধা না হয়, এবং করোনা এড়াতে বাজার গুলি থেকে সামগ্রী কেনার সময় যাতে সবরকম সতর্কতা অবলম্বন করা হয় সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে গতকাল বৃহসপতিবার কলকাতার পোস্তা বাজার, জানবাজার, গড়িয়াহাট বাজার, লেকমার্কেট সহ বাজার সংলগ্ন এলাকাগুলি এবং রফি আহমেদ কিদোয়াই রোডের পাখিরালয় পরিদর্শনের পাশাপাশি বাজারগুলিতে বিক্রেতাদের মাস্ক বিতরণ করেন।