গাজীপুর: ২০১৯ সালের অনুষ্ঠিত জে.এস.সি. পরীক্ষায় প্রফেসর এম.ই.এইচ আরিফ হাই স্কুল হতে তানজিম আল-হক ওয়াসী সাধারণ গ্রেড এ বৃত্তি পেয়েছে।
সে ও তার ছোট ভাই তাহসীন আল-হক আবতাহী ২০১৬ সালের অনুষ্টিতব্য পিএসসি পরীক্ষায়ও সাধারণ গ্রেড এ বৃত্তি পেয়েছিল। তাদের বাবা মোঃ সোয়েব হোসেন, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী, তথ্য ও প্রযুক্তি বিভাগে চাকুরীরত ও মা নাজনীন জাহান লিপি একজন গৃহিনী।
ওয়াসী ও আবতাহী জানায়, ভালো ফলাফলের জন্য পড়াশুনার বিকল্প নেই। এই ভালো ফলাফলের জন্যে তাদের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে ওয়াসী ডাক্তার ও আবতাহী ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। তারা সকলের দোয়া প্রার্থী, যেন ভবিষ্যতে আরো ভালো ফলাফল করে সকলের মুখ উজ্জ্বল করতে পারে। বর্তমানে তারা প্রফেসর এম.ই.এইচ আরিফ হাই স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়ণরত।