শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা গত ২৫শে ফেব্রুয়ারী থেকে ১৮ই মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বাড়ি ফেরেন। এ সময়ের মধ্যে মোট ৯০ জন প্রবাসী ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে নিজ গৃহে ফেরেন। এ পরিস্থিতিতে তাদেরকে সবধরণের সহযোগিতা করছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এসব তথ্য নিশ্চিত করেন।
উপজেলা মেডিকেল অফিসারের বরাত দিয়ে সুমী আক্তার জানান, দেশে ফেরা ৯০ জনের মধ্যে ইতিমধ্যে ২০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর বাকী ৬১ জন নিরাপদ সময়ে দেশে ফেরায় তারা কোয়ারেন্টিনমুক্ত রয়েছেন। বাকী ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সোমবার বিকেল থেকে উপজেলা প্রশাসন পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ধরণের দোকান-পাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।