জুমার সুন্নত ও নফল নামাজ ঘরে পড়ার আহ্বান

Slider জাতীয় সারাদেশ


ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জুমার সুন্নত ও নফল নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তবে জুমার ফরজ নামাজ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি ফাউন্ডেশন।

আজ শুক্রবার ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

আজ শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদের আহবান জানানো হয় এতে। এছাড়া যারা বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় বার্তায়।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এর সংক্রমণ এড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম পরিহার করাসহ এসব নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসের ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরব সরকার এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ বন্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *