আপিল বিভাগের স্থগিতাদেশ থাকার পরও রাজধানীর হাতিরঝিল থানায় করা একটি ধর্ষণ মামলার আসামি আসলাম শিকদারকে জামিন দেয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহারকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৪ঠা এপ্রিল তাকে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে, আসামি আসলাম শিকদারের জামিন বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদেশের তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।