উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ার পর আউট হয়েছেন তামিম ইকবাল। এরই মধ্যে টিÑটোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়ে ফেলেছেন তাঁরা। মাত্র ১০.০ ওভারে ৯১ রানে কাটা পরেন তামিম। ৪১ রানে বিদায়নেন এই ওপেনার। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ সংগ্রহ ছিল ৮০ । তামিম আউট হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলেনেন লিটন কুমার দাস। এ প্রতিবেদন খেলার আগ পর্যন্ত লিটন ৫২ রানে সৌম্য ২ রানে ব্যাট করছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াসে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামসন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোন্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটকিপার), ডোনাল্ড তিরিপানো, টিনোটেন্ডা মুতোম্বোদজি, ক্রিস পোফু, কাল মুম্বা।