ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ‍জুটির রেকর্ড তামিম-লিটনের

Slider খেলা সারাদেশ


ডেস্ক: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ-মেহরাব হোসেন অপির সর্বোচ্চ ওপেনিং জুটির পর যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিও ভাঙলেন তামিম ইকবাল-লিটন দাস।৩৮তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান লিটন। আর তাতেই ধরা দিল মাইলফলক। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি গড়েন সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদ। যেটিকে দুইয়ে নামিয়ে দিলেন তামিম-লিটন। এরপর যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটিগুলো হলো দ্বিতীয় উইকেটে ইমরুল-সৌম্য সরকারের ২২০ ও তামিম-সাকিবের ২০৭, চতুর্থ উইকেটে সাকিব-লিটনের ১৮৯* ও তৃতীয় উইকেটে তামিম-মুশফিকের ১৭৮।

১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওপেনিং জুটিতে ১৭০ রানের জুটি গড়েছিলেন মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৮ম ওভারে ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ জটির রেকর্ডটি গড়েন তামিম। দলীয় ২৯২ রানে লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। ১৪৩ বলে ১৭৬ রান করেন লিটন। যেটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
১৬ চারের সঙ্গে ছক্কা হাঁকান ৮টি।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি

২৯২: তামিম-লিটন (১ম উইকেট) বনাম জিম্বাবুয়ে, সিলেট ২০২০
২২৪: সাকিব-মাহমুদুল্লাহ (৫ম উইকেট) বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ ২০১৭
২২০: ইমরুল-সৌম্য (২য় উইকেট) বনাম জিম্বাবুয়ে, চট্টগ্রাম ২০১৮
২০৭: তামিম-সাকিব (২য় উইকেট) বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রভিডেন্স ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *