শাহবাগ থানার মামলায় ৫ আইনজীবীর জামিন

রাজনীতি

1420614968
ঢাকা: বিচারপতির গাড়ী ও পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনসহ পাঁচ আইনজীবীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন এ আদেশ দেন। জামিনপাপ্ত অপর আইনজীবীরা হলেন, ঢাকা বারের সাবেক সভাপতি এড. সানাউল্লাহ মিয়া। সুপ্রিম কোট বারের সাবেক কোষাধক্ষ এড. ফাহিমা নাসরিন মুন্নি, শরিফইউ আহম্মেদ ও লিপি আক্তার।
গত ৫ জানুয়ারি বিএনপি পন্থি আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ থেকে বিচারপতির গাড়ীতে হামলার ঘটনার অভিযোগ এ মামলা হয়। আইনজীবীদের পক্ষে জামিন আবেদনের বিষয়ে শুনানি করেন এড. এজে মো. আলী ও রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন এটর্নি জেনারেল বশির উল্লাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *