কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

Slider চট্টগ্রাম জাতীয়

ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় ট্রাক ও শ্যালোইঞ্জিন চালিত ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহতরা হলেন-ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির চালক শুকুর আলী (৩৫) এবং একই গ্রামের আতাহার আলীর ছেলে ট্রলির হেলপার মো. আলামিন (১৮)। এ ঘটনায় রিপন নামে আরো এক পথচারী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ^রদী মহাসড়কের বারমাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাউল করিম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। ট্রাকটি (যশোর-ট-১১-৪০১১) জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *