সমন্বিত পরীক্ষায় না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও

Slider চট্টগ্রাম জাতীয়


চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। তবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেয়া সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয়টি। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সমন্বিত পরীক্ষায় অংশগ্রহণ করবে না এমন সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ২৩৮ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে এম নুর আহমদ। সূত্র জানায়, সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার সার্বিক দিক নিয়ে আলোচনা হয়। এতে পক্ষে -বিপক্ষে বিভিন্ন মতামত উঠে আসে। প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বিচ্ছিন্ন ভর্তি পরীক্ষার শ্রম, অর্থ ও সময়ের ব্যয় কমাতে যে মত দিয়েছেন, তার প্রতি সম্মান জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্রবোধ, ১৯৭৩ এর অধ্যাদেশের বিষয়টিকেও অক্ষুণ্ন রাখার বিষয়ের আলোচনা হয়।

তাই এ বছর ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এতে অংশগ্রহণ না করে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *