স্টাফ রিপোর্টার | বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে পাওয়া যাচ্ছে না।
আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে চারদিন যাবৎ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার মধ্যরাতের পর হাসপাতালের নির্ধারিত সিটে গিয়ে দেখা যায় তিনি নেই। তিনি কখন বের হয়ে গেছেন, না কেউ তাকে নিয়ে গেছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। রিজভী আহমেদের ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তার পরিবারও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে জানা গেছে। বুধবার সকালে ওই হাসপাতালের স্টাফরা তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর বেশী কিছু জানাতে পারেনি তারা।