যুব বিশ্বকাপ ফাইনাল এবার ভারত অধিনায়ক প্রিয়াম গার্গকে ফেরালেন রাকিবুল

Slider খেলা জাতীয় ফুলজান বিবির বাংলা


ক্রিকেটের বৈশ্বিক আসরে এটি বাংলাদেশের প্রথম ফাইনাল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী। শুরুতেই উইকেট খোয়ায় ভারত। ৭ ওভার দলীয় ৯ রান তুলতেই তারা খোয়ায় ওপেনার দিব্বংশ সাক্সেনাকে। সাক্সেনা ২ রান করে অভিষেক দাসের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে যশস্বি জসওয়াল ও তিলক বার্মা ১০০ রানের জুটি গড়ে চাপ সামালদেন। দলীয় ১০৩ রানে বার্মাকে বাউন্ডারি সীমানায় শরিফুলের ক্যাচে পরিনত করেন তানজিম সাকিব। ২৮ রান করেন বার্মা।
দলীয় ১১৪ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। এবার ভারত অধিনায়ক প্রিয়াম গার্গকে তানজিম হাসানের ক্যাচে পরিনত করেন রাকিবুল হাসান। মাত্র ৭ রান করেন গার্গ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারবারের শিরোপাধারী ভারত। বর্তমান চ্যাম্পিয়নও তারা। তবে দুর্দান্ত ফর্মে আছে যুবা টাইগাররাও। প্রথমবার বৈশিক আসর থেকে শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় আকবর আলীর দল।

আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় ফাইনাল শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে জিটিভি ও স্টার স্পোর্টস থ্রি।

আবহাওয়ার পূর্বাভাসে আজ রোববার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পচেফস্ট্রুমে। আগামীকাল সোমবার রিজার্ভ ডেতেও আছে বৃষ্টির সম্ভাবনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যদি দু’দিনই ভেসে যায় তাহলে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, অভিষেক দাস, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: যশস্বি জসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুয়েল (উইকেটরক্ষক), প্রিয়াম গার্গ (অধিনায়ক), সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, শ্বাশ্বত রাওয়াত, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *