ঢাকা: নয়াপল্টনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে এই সংঘর্ষ বাঁধে। বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাওয়ার সময় মুখোমুখি হয় দুই দলের কর্মীরা। তখনই শুরু হয় সংঘর্ষ।
এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফকিরাপুল মোড়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা ভোট বাতিলের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।