গাজীপুর: আজ বৃহস্পতিবার বেলা ১১ঘটিকায় গাজীপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাড়িয়া ইউনিয়নের কেশরিতা ব্লকের দিঘধা গ্রামের কৃষক মোঃ সুরুজ্জামান মিয়ার বোরো,জাত: ব্রিধান-৮১এর জমিতে আনুষ্ঠানিকভাবে পার্চিং উৎসব উদ্বোধন করেন। কৃষিবিদ মোঃ আলীমুজ্জামান মিয়া, পরিচালক(ভারপ্রাপ্ত), ক্রপস উইং, খামারবাড়ি, ঢাকা।
বোরো ধানের পোকা দমনে পার্চিং উৎসব পালিত হয়েছে। বিষ প্রয়োগ না করে পাখি বসার ব্যবস্থায় ধান ক্ষেতে বাঁশের কঞ্চি স্থাপন করে পোকা দমনের এ কৌশলকে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের উদ্বুদ্ধ করণে এ উৎসব পালিত হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মাহবুব আলম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি),মোঃ শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা,কৃষিবিদ সাবিনা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনানী কর্মকার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষক-কৃষাণী বৃন্দ।
ক্রপস উইংয়ের পরিচালক জানান, পার্চিং পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধানের পোকা নিয়ন্ত্রণ করা যায়। এর ফলে জমিতে পুঁতে রাখা লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চিতে ফিঙ্গেসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। এ পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে ক্ষতিকর মাজরা পোকার আক্রমণ হয় না। ফসলের উৎপাদন খরচ কমে যায়। বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দূষণ হয় না। আর্থিকভাবেও কৃষক লাভবান হয়।