দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ৩ ধাপ এগোলেও বাড়েনি

Slider জাতীয় বাংলার মুখোমুখি


ডেস্ক: বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বলছে, ২০১৯ সালে দুর্নীতির ধারণা সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দুর্নীতির সর্বনিম্ন দিক থেকে ১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে সূচকের স্কেলে কোন পরিবর্তন হয়নি।

আজ রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৯ সালে দুর্নীতির সূচকে বাংলাদেশের ফলাফল ১৮০টি দেশের মধ্যে ১৪৬তম অবস্থানে। অথচ ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১৪৯তম।

এবারও বাংলাদেশের স্কোর ১০০’র মধ্যে ২৬। যেখানে গত বছরও একই অবস্থানে ছিলো বাংলাদেশ। অর্থাৎ ২০১৮ সালের তুলনায় স্কোরে কোন পরিবর্তন হয়নি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *