আগামী মাসের মাঝামাঝি পেঁয়াজের দাম কমবে : বাণিজ্যমন্ত্রী

Slider অর্থ ও বাণিজ্য জাতীয়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):আগামী মাসের মাঝামাঝিতে পেঁয়াজের দাম কমবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি আরো বলেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ পেঁয়াজের দাম সহনশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তিনি এসব কথা বলেন।

আজ রোববার বিকেলে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব কমিটির আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ্য সদস্য আছলাম হোসেন সওদাগার, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী প্রমুখ।

নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। শতবর্ষ পূর্তি উপলক্ষে সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *