ময়মনসিংহ:ময়মনসিংহে পারিবারিক কলহের জের ধরে স্বামী শফিকুল ইসলাম শাহিনের বিরুদ্ধে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার সন্ধ্যায় নগরীর খাগডহর ফকিরবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শফিকুল ইসলাম শাহিন তার স্ত্রী রুমা আক্তার (৩৮) ও কন্যা নাফিয়া আক্তার (১২) কে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনা তাদের বড় মেয়ে লাবণ্য দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যান।
দু’জনের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত লাবণ্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শফিকুল ইসলাম শাহিন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।।