দিনাজপুরে ‘বন্ধুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

Slider জাতীয় রংপুর


দিনাজপুর: ডিবি পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। রোববার রাত দেড়টার দিনাজপুরের দক্ষিণ কোতায়ালি থানার তাজপুর নওশন দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ি রেললাইন এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী ওরফে রসমত আলী (৩৬) এবং সিপাহীপাড়া রেললাইন বস্তি এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশা (৩৪)। আহতরা হলেন, পুলিশের এএসআই নাহিদ ও কনস্টেবল মাহবুব।

হতাহতের সত্যতা স্বীকার করে দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটার বন্ধুক, দুই রাউন্ড গুলি, একশত পিস ফেন্সিডিল এবং ৫০টি ইয়াবা উদ্ধার করেছে। নিহত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর আক্রমণ করে মাদক ব্যবসায়ীরা।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালালে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হন। এ সময় আহত হন পুলিশের এএসআই নাহিদ ও কনস্টেবল মাহবুব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *