ডেস্ক: চট্টগ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল ও তার বন্ধু নিহত হয়েছেন। মো. আলমগীর হোসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র প্রটোকল টিমের সদস্য।
আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের ফৌজদারহাট বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার।
জানা গেছে, আজ ভোরে কুমিল্লা থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল মো. আলমগীর হোসেন (২৪) ও তার বন্ধু শহীদুল ইসলাম (২৮)। এ সময় চট্টগ্রামের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সীতাকুন্ডের কাছে ফৌজদারহাট বাইপাস মোড়ে এলে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কনস্টেবল মো. আলমগীর হোসেনের বাড়ি পারুয়া বুড়িচং উপজেলায়। তার পিতার নাম আবদুর রশিদ। আর তার বন্ধু শহীদুল ইসলামের বাড়ি বুড়িচং উপজেলার কংসনগরে। তার পিতার নাম জাফর আলম।।