যাত্রীদের বিজয়: জয়দেবপুর জংশনে চিত্রা ও দ্রুতযান থামবে

Slider গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

মো: জাকারিয়া ঢাকা: যাত্রীদের পক্ষে গড়ে উঠা একাধিক সেবা সংগঠনের চাপের মুখে রেলমন্ত্রনালয় অবেশেষে জয়দেবপুর জংশনে স্টপেজ বাতিল হওয়া দুটি আন্ত:নগর ট্রেনের যাত্রীবিরতি বাতিলের আদেশ বাতিল করেছে। ফলে এখন থেকে আন্ত:নগর চিত্রা ও দ্রুতযান ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামবে। রেলমন্ত্রনালয় এক আদেশে এই সিদ্ধান্ত জানান।

সময়সূচী:

৭৬৩/৭৬৪ চিত্রা

৭৫৮ পৌছাবে ১৭.৫৫ ছাড়বে ১৮.০০
৭৫৭ পৌছাবে ২১.০০ ছাড়বে ২১.০৫

৭৫৭/৭৫৮ দ্রুতযানের জয়দেবপুর

৭৬৩ পৌছাবে ১৬.৫৯ ছাড়বে ১৭.০১
৭৬৪ পৌছাবে ১৯.৫৫ ছাড়বে ১৯.৫৮

প্রসঙ্গত: সম্প্রতি রেলমন্ত্রনালয় ঢাকা-জয়দেবপুর রেলরুটে চলাচলকারী কয়েকটি আন্ত:নগর ট্রেনের যাতাবিরতি জয়দেবপুর স্টশনে বাতিল করে। এই সংক্রান্ত সংবাদ সর্বপ্রথম গ্রামবাংলানিউজে প্রকাশিত হয়। সরকারের এই সিদ্ধান্ত বাতিল চেয়ে স্থানীয়র সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল রেলমন্ত্রীকে চিঠি দেন।। এরপর যাত্রীদের পক্ষ থেকে কয়েকটি যাত্রীসেবা সংগঠন আন্দোলন শুরু করে। মানববন্ধন, গণস্বাক্ষর শেষে গতকাল রেলমন্ত্রনালয়ে স্বারকলিপি দেয়া হয়। অত:পর মন্ত্রনালয় আজ তাদের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।

এই সংক্রান্তে গ্রামবাংলানিউজে প্রকাশিত সংবাদগুলোর লিংক

জয়দেবপুর জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গণস্বাক্ষর শুরু

জয়দেবপুর জংশনে একাধিক আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল নিয়ে হৈ চৈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *