গ্রাম বাংলা ডেস্ক: চীনের একটি প্রতিষ্ঠানের সাথে পদ্মা সেতুর মূল অংশ নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৬.১৫ কিলোমিটারের ওই অংশটি নির্মাণ ব্যয় হবে ১২,১৩৩ কোটি টাকা। নির্মাণকাজ শুরু হবে আগামী নভেম্বরে, আর শেষ হবে ২০১৮ সালের মধ্যে।
রাজধানীর হোটেল রূপসী বাংলায় মঙ্গলবার সন্ধ্যায় প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং চীনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির (সিএমবিইসি) চেয়ারম্যান লিও জিমিং নিজ নিজ পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, সরকার চলতি মাসের মধ্যে প্রথম কিস্তির ১,৮২০ কোটি টাকা প্রদান করবে। আর চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি ১,২১৩ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি হিসেবে প্রদান করবে।