জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ। তিনি অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। সচিব শাহাবুদ্দিন আহমদ গত ২০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যান। বুধবার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার ওই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। জাপানে এতদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী রাবাব ফাতিমাকে আগেই নিউইয়র্কস্থ জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে সরকার। তার বিদায়ে টোকিওতে মিশন প্রধানের পদটি শূণ্য রয়েছে।
