ডাকসু কার্যালয়ে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

Slider জাতীয় রাজশাহী


রাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্য়ালয়ে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে সন্ত্রাস ও নিপীড়ণ বিরোধী মঞ্চ। আজ সোমবার (২৩শে ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বিজয়ের এ মাসে মুক্তিযুদ্ধমঞ্চ নামের একটি সংগঠন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা মুক্তিযোদ্ধাদের চেতনাকে ক্ষুন্ন করছে। মুক্তিযুদ্ধের ফলে বাংলাদেশের সৃষ্টি এই চেতনার যারা অবমানা করছে এর দায় তাদের নিতে হবে। ডাকসুর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃষ্ঠপোষকতায় নৃশংস হামলা চালানো হয়েছে অভিযোগ করে বক্তারা বলেন, পাকিস্তান আমলেও ডাকসুতে এমন নৃশংস হামলা হয়নি। এর আগে ভিপি নূরসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ৮ বার হামলা করা হয়েছে। কিন্তু কাউকে বিচারের আওতায় নিয়ে আসেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হামলার সময় নুরদের বাচানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেউ এগিয়ে আসেনি দাবি করে তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো একজন ছাত্রের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য সবচেয়ে অনিরাপদ ও আতঙ্কের জায়গা। যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য অনিরাপদ হয় তখন সেটি আর বিশ্ববিদ্যালয় থাকে না। সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুর্শেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *