গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় একটি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রোববার সন্ধ্যায় উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর সদর উপজেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরি কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারন জানা যায়নি।