অবশেষে ধসে পড়লো গুরুত্বপূর্ণ সেতু

Slider গ্রাম বাংলা বাংলার মুখোমুখি

রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ-জৈনাবাজার আঞ্চলিক সড়কের উপর নির্মিত কাওরাইদ বাজারের প্রবেশ মুখে কাওরাইদ খালের উপর নির্মিত একটি সেতুটি অবশেষে ধসে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সেতুটি ধসে পড়লে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ওই এলাকার প্রায় ৭০টি গ্রামের বাসিন্দা। রাজধানী ঢাকা দেশের বিভিন্ন স্থানে চলাচল করতে প্রায় ১৫/২০কিলোমিটার অতিরিক্ত সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ওই ধসে পড়া সেতুর উপর দিয়ে যাতায়াত করছে।

স্থানীয় রাহাত আকন্দ জানান, কাওরাইদ বাজারের প্রবেশ মুখে কাওরাইদ খালের উপর নির্মিত জরাজীর্ণ এ সেতুটি বেশ কিছুদিন পূর্বে অতিরিক্ত মালামাল বোঝাই যানের চাপে দেবে যায়। এসময় কর্তৃপক্ষ কোন নোটিশ সম্বলিত সাইনবোর্ড না টানিয়ে শুধু এক টুকরো লাল কাপড় টানিয়ে দেয়। অনেকটা ঝুঁকি নিয়েই ভাঙ্গা কালভার্টের উপর দিয়েই যানবাহন চলাচল করছিল। মঙ্গলবার সন্ধ্যার কিছু সময় আগে সেতুটি ধসে যায়। এদিকে সেতুটি ধসে পড়লে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে প্রায় ২০কিলোমিটার ঘুরে কাওরাইদ বাজারের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে।

কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান জানান, সেতুটি ধসে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। খালের মধ্যে পানি থাকায় অনেকটা সড়ক ঘুরে তাদের বিদ্যালয়ে আসতে হচ্ছে। খুব দ্রুত সেতুটি নির্মাণের দাবি জানান তিনি।

এব্যাপারে শ্রীপুর উপজেলা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাসুদুল ইসলাম জানান, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় জরুরী ভিত্তিতে ওই স্থানে একটি বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে। পরবর্তীতে টেন্ডার আহবান করে নতুন একটি সেতু নির্মাণ কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *